Saturday, May 29, 2021

কলারোয়ায় সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক সদ্য প্রয়াত বুলু আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯মে) সকাল ১০টায় কলারোয়া পৌরসভার দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শেখ রাফিদ হোসেন। মুরারীকাটি হাইস্কুলের শিক্ষক আলী আহমদের সঞ্চালনায় জানাজাপূর্ব বক্তব্য রাখেন-কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, মরহুমের শ্যালক দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, সেজভাই ইকবাল আহমেদ ও হাফেজ ফয়সাল হোসেন। জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রয়াতের একমাত্র পুত্র তাসরিফ আহমেদ, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাওফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, মহিদার রহমান, দৈনিক অনির্বাণের আবু হাসান, আব্দুর রহমান সাগরসহ অসংখ্য মুসল্লি। উল্লে¬খ্য, শুক্রবার (২৮মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে ৬২ বছর বয়সে মারা যান সাংবাদিক বুলু আহমেদ। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিডনিসমস্যাসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেন। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সকল সাংবাদিক।

The post কলারোয়ায় সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yNZSt1

No comments:

Post a Comment