Sunday, May 30, 2021

স্থানীয় মেম্বরের অভিজ্ঞতায় বাঁধা হলো গাবুরার ৩নং ক্লোজারের বেড়িবাঁধ https://ift.tt/eA8V8J

মিজানুর রহমান, গাবুরা, (শ্যামনগর): ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্ল¬াবিত হয়েছে গাবুরা ইউনিয়ন। পানির নিচে তলিয়ে গেছে অন্তত ১২টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে স্যানিটেশন ব্যবস্থাসহ সুপেয় পানির উৎস ও গবাদি পশুর খাদ্য।
গত কয়েক দিন ধরে গাবুরার সাধারণ মানুষ বাঁধের চেষ্টা করলেও সফল হয়নি। নদীতে প্রবল জোয়ার আর বাতাসের তীব্রতায় বাঁধ রক্ষা সম্ভব হয়নি।
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ২৯ মে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ও পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদ হোসেন ৩নং ক্লোজারের বেড়িবাঁধ নির্মাণের দায়িত্ব দেন ৭নং (ডুমুরিয়া) ওয়ার্ডের সদস্য জিএম আবিয়ার রহমানকে।
জিএম আবিয়ার রহমান রবিবার সন্ধ্যায় ডুমুরিয়া খেয়াঘাট চত্ত্বরে স্থানীয়দের সাথে পরামর্শক্রমে সকাল ৭টা থেকে বাঁধের কাজ শুরু করেন এবং তাঁর সুচিন্তিত দিক নির্দেশনা ও নেতৃত্বে বাঁধটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় বাঁধ নির্মাণ পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ৬নং ইউপি সদস্য মাষ্টার আব্দুর রহিম, ৪নং ইউপি সদস্য আব্দুল মান্নান খোকা, এসএম সালাউদ্দিন লিটন প্রমুখ।

The post স্থানীয় মেম্বরের অভিজ্ঞতায় বাঁধা হলো গাবুরার ৩নং ক্লোজারের বেড়িবাঁধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yOvcrw

No comments:

Post a Comment