সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের জনৈক রানা তার বাড়ির সমানে সরকারি রাস্তার কিছু অংশ দখল করে পাকা প্রচীর নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ওই গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী মুনছুর আলী জানান, তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রানা নামের ওই ব্যক্তি গায়ের জোরে সরকারি রাস্তার কিছু অংশ দখল করে পাকা প্রচীর নির্মাণ করেছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে রানা জানায়, জমি মাপজরিপ করে সরকারি রাস্তায় প্রাচীর পড়ে তাৎক্ষণিকভাবে ভেঙে নেয়া হবে। সেই থেকে ওই রাস্তায় আর মাপজরিপ করা হয়নি। যে কারণে প্রচীর রাস্তার উপরে রয়েছে। এদিকে এই প্রাচীর নির্মাণ করায় ওই রাস্তা দিয়ে বর্তমানে একটি ভ্যান গাড়ীও যেতে পারছেনা। এঘটনায় গ্রামবাসী সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থান গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ কামনা করেছেন।
The post কলারোয়ার রায়টায় সরকারি রাস্তার দখল করে প্রচীর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uBmx8J
No comments:
Post a Comment