নিজস্ব প্রতিনিধি: হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বাহার আলী তরফদারকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বাহার আলী তরফদারকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বাহার আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
The post হত্যাসহ একাধিক মামলার আসামী বাহার আলী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3i0Nxfa
No comments:
Post a Comment