Friday, May 28, 2021

আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে https://ift.tt/eA8V8J

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও আগামী তিন দিন সারাদেশে বৃষ্টির শঙ্কা থাকছে। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পরে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ড ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং দেশের অন্যান্য উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

The post আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2R1pOAj

No comments:

Post a Comment