আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের ব্যক্তিগত অর্থায়নে ও সার্বিক দিকনির্দেশনায় বড়দল ইউনিয়নের নড়েরাবাদের ভাঙন কবলিত বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গায় গেট সংলগ্ন উত্তর দিকে ৩টি পয়েন্টে ও দক্ষিণ দিকে টি পয়েন্টে বাধভেঙে বামনডাঙ্গা, তুয়ারডাঙ্গা, জামালনগর, ডুমুরপোতা, ফকরাবাদ, কেয়ারগাতি, মাদিয়া, মুরারীকাটি, কদমতলা, জেলপাতুয়া গ্রাম ও বিল প্লাবিত হয়েছে। সেখানে বাঁধ রক্ষার জন্য উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের দিকনির্দেশনায় ও আর্থিক সহায়তায় বড়দল ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার নেতৃত্বে ভাঙন কবলিত নড়েরাবাদ ও বামনডাঙ্গা বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা জানান, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের ব্যক্তিগত আর্থিক সহায়তা ও সার্বিক দিক নির্দেশনায় নড়েরাবাদের ভাঙন কবলিত বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে এলাকার মানুষ বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
অপরদিকে বামনডাঙ্গা ভাঙন কবলিত বাঁধ নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে বস্তা ভর্তি ও বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ করা শেষে মূল বাঁধ আটকানো সম্ভব হয়েছে। বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশচন্দ্র সানা আরও জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম ভাই দুর্যোগকালীন সময়ে ভাঙন কবলিত বড়দল ইউনিয়নের অসহায় মানুষের রক্ষার জন্য যে অর্থনৈতিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন তার জন্য বড়দল ইউনিয়নবাসি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ভাইকে অভিনন্দন জানান।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন, পিআইও সোহাগ খান ভাঙন স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন ও দিকনির্দেশনা প্রদান করেন।
The post আশাশুনির নড়েরাবাদ ও বামনডাঙ্গা বাঁধ নির্মাণ সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wLItj3
No comments:
Post a Comment