Sunday, May 30, 2021

কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল ও গুলি উদ্ধার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন আটক করা হয়েছে। ৩০ মে রাত ১টা ২০ মিনিটের সময় দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্র আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অপস্্ অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে শনিবার রাতে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি ৯ মিঃ মিঃ ইউএসএ পিস্তল ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও খালী ম্যাগাজিন কলারোয়া থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

The post কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল ও গুলি উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzIVzk

No comments:

Post a Comment