Sunday, May 30, 2021

করোনা প্রতিরোধে খুলনায় মোবাইল কোর্টের অভিযান https://ift.tt/eA8V8J

মেহেদী হাসান, খুলনা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে খুলনা জেলা ও খুলনা মহানগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৩০ মে) নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি মামলায় অর্থদ- প্রদান করা হয়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর ফেরীঘাট মোড়, শিববাড়ি মোড় ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন, সেটু কুমার বড়–য়া এবং আরিফুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮, দ-বিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লি¬ষ্ট ধারায় ১৩ টি মামলায় অর্থদ- প্রদান করা হয়।
এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয় এবং খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন ও আনসারের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

The post করোনা প্রতিরোধে খুলনায় মোবাইল কোর্টের অভিযান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34JW6Dr

No comments:

Post a Comment