Friday, May 28, 2021

আহলে হাদীস যুবসংঘের কেন্দ্রীয় নেতা আব্দুস সামাদের ইন্তেকাল https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আহলে হাদীস যুবসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাঁকাল দারুল হাদীস আহমাদিয়াহ সালাফিয়াহ দাখিল মাদরাসার শিক্ষক, মাও: আব্দুস সামাদ (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মাও: আব্দুস সামাদ সদর উপজেলার আলিপুর বুলারাটি গ্রামের মৃত আব্দুল মালেক শেখের কনিষ্ঠ পুত্র। শুক্রবার বাদজুম্মা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তার জানাজা নামাজে অন্যান্যের উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহম্মেদ আব্দুল্যাহ সাকিব, শূরা সদস্য মাও: রফিকুল ইসলাম, ড. মোজাফ্ফর বিন মহাসীন, হাফেজ আহম্মদ আবদুল্লাহ সাকির, মোর্কারাম বিন মহাসীন, আব্দুল মান্নান, আলতাফ হোসেন, আজিজুর রহমান প্রমুখ।

 

The post আহলে হাদীস যুবসংঘের কেন্দ্রীয় নেতা আব্দুস সামাদের ইন্তেকাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34uKR1r

No comments:

Post a Comment