মাওলানা মো: ওবায়দুল্লাহ
সৃষ্টি জগতের মধ্যে যে সকল দুর্যোগ সংগঠিত হয় এবং এ সকল দুর্যোগের (মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো ও ঘূর্ণিঝড়) মাধ্যমে যখন বিশ্ব ব্যবস্থা বিপর্যস্ত হয়ে মানুষের জন্য চরম অনিষ্ট বয়ে আনে ঠিক তখন মুমিনের করণীয় হলো তাঁর রবের প্রেমে অধিক সাড়া দেওয়া। এছাড়াও মুমিনের জীবনের চব্বিশটি ঘন্টার প্রতিটি মুহুর্তে সে আল্লাহর দেয়া বিধানের আলোকে, কুরআন-সুন্নাহর মাপকাঠিতে পরিচালিত হবে।
মুমিনের করণীয়: হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা:) সম্পর্কে বর্ণনা করা হয় যে, তিনি মেঘের গর্জন শুনলে কথাবার্তা বন্ধ করে দিতেন এবং আল কুরআনের নি¤œবর্ণিত আয়াতটি তেলাওয়াত করতেন: “মেগের গর্জন আল্লাহর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা বর্ণনা করে থাকে। এবং ফেরেশতারা তাঁর ভয়ে প্রকম্পিত হয়ে তার পবিত্র বর্ণনা করে থাকে।” সুরাহ আর রা’দ:১৩। আয়াতটির বাংলা উচ্চারণ: “ইউ সাব্বিহুর রা’দু বিহামদিহী ওয়াল মালায়িকাতু মিন খিফাতিহী।” হযরত কাব (রা:) বলেন, “এরকম পরিস্থিতিতে যে ব্যক্তি আয়াতটি তিনবার পড়বে সে মেঘের গর্জন থেকে নিরাপদ থাকবে।” সুনানে তিরমিযীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) হতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, বিশ্বনাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেঘের গর্জন ও বিদ্যুতের কড় কড় শব্দ পেতেন তখন তিনি বলতেন: “আল্লাহুম্মা লা তাক্বতুলনা বি-গযাবিকা ওয়া লা তুহলিকনা বি আজাবিকা ওয়া আ’ফিনা ক্ববলা জালিকা।” বাংলা অর্থ: হে আল্লাহ আমাদেরকে তোমার গযব দ্বারা হত্যা করো না এবং তোমার আযাব দ্বারা ধ্বংস করো না। এমনটি হওয়ার পূর্বেই আমাদেরকে তোমার নিরাপত্তা দান করো।” সুনানে তিরমিযী, হা: নং-৩৪৫০। ঝড়ঝঞ্ঝাকালীন সময়ে মুমিনের করণীয়: হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ঝড়ঝঞ্ঝা হলো আল্লাহর ফুৎকার। তা রহমাতও বয়ে আনে আবার আযাবও বয়ে আনে। তাই ঝড়ঝঞ্ঝা দেখলে খারাপ বলবে না। বরং তা থেকে কল্যাণের জন্য আল্লাহর কাছে দু’আ করো এবং তার অকল্যাণ থেকে (আল্লাহর কাছে) আশ্রয় প্রার্থনা করো। আবু দাউদ, তিরমিযী শরিফে হযরত আবু হুরায়রা (রা:) সনদে, হা: নং-২২৫২। উম্মুল মুমিনীন আম্মাজান আয়েশা সিদ্দিকা (রা:) বর্ণনা করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় শুরু হতে দেখলে (নি¤েœাক্ত) দু’আ করতেন: “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা অখাইরা মা ফীহা অখাইরা মা উরসিলাত বিহী, অআউযুবিকা মিন শার্রিহা অশার্রিমা ফীহা অশার্রি মা উরসিলাত বিহী।” বাংলা অর্থ: হে আল্লাহ নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এই (ঝড়) প্রেরিত হয়েছে তার কল্যাণ, তোমার নিকট প্রার্থনা করছি। আর এর (ঝড়ের) অনিষ্ট/ অকল্যাণ, এর মধ্যে যা আছে তার অনিষ্ট/ অকল্যাণ এবং যার সাথে এই (ঝড়) প্রেরিত হয়েছে তার অনিষ্ট/অকল্যাণ থেকে পানাহ চাচ্ছি। বুখারি:৪৮২৯, মুসলিম: ৮৯৯, তিরমিযী: ৩২৫৭, আবু দাউদ: ৫০৯৮, ইবনে মাজাহ: ৩৮৯১। শেষ কলমের বাণীতে আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাই, হে আল্লাহ! ২০১৯ সালের ডিসেম্বর থেকে গোটা বিশ্ব করোনা নামক মহামারিতে বিপর্যস্ত। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলছে। এই সকল দুর্যোগের অনিষ্ট, অকল্যাণের হাত থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুন যাতে আমরা আপনার দেয়া হুকুম মোতাবেক চলতে পারি এবং স্বচ্ছন্দে ইবাদত বন্দেগী করতে পারি (আমিন)। লেখক: ইসলামী গবেষক ও প্রাবন্ধিক
The post মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো ও ঘূর্ণিঝড়ের সময় মুমিনের করণীয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uskG66
No comments:
Post a Comment