Sunday, May 30, 2021

ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো অসহায় বাঘ বিধবার শেষ সম্বল https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড উপকূলীয় জনপদ। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর (চুনা) গ্রামের বাঘ বিধবা পারভিন আক্তার। স্বামী বদরুজ্জামান (বদু) গহীন সুন্দরবনের বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন একযুগ আগে। তিন কন্যা সন্তান নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে কোন রকমে বেঁচে আছেন তিনি। গত ২৬ মে (বুধবার) চুনা নদীর জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। বেড়িবাঁধের উপর দিয়ে উপচে পড়া পানির ¯্রােত বাড়ির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পারভীনের বসত বাড়ি, রান্নাঘর, গবাদি পশু, হাঁস-মুরগি আসবাবপত্রসহ সব কিছুই ভাসিয়ে নিয়ে গেছে। অনেক কষ্টে রোজগারকৃত অর্থ দিয়ে সদ্য নির্মিত ঘরটিতে সন্তানদের নিয়ে বসবাসের ইচ্ছে ছিল তার। নিজের কষ্টে অর্জিত সহায় সম্বল হারিয়ে পাগলপ্রায় পারভীন বলেন, স্বামীকে বাঘে ধরেছিল ১৫ বছর আগে। এতিম ৩টা বাচ্চা নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে বেঁচে করেছিলাম। কিন্তু আর শেষ রক্ষা হলো না। নিজের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। সর্বনাশা ঘূর্ণিঝড় ইয়াসে আমার মৃত্যু হলোনা কেন? নিজের কষ্টার্জিত অর্থগুলো নিয়ে গেছে ঝড়ে। কিভাবে নতুন ঘর তৈরি করবো? কাল থেকে না খেয়ে আছি। নিজের কাছে একটা টাকাও নেই। বাজার না করলে খাব কি? ছোট মেয়েটাকে নিয়ে রাতে কোথায় থাকবো ? কতদিনই বা অন্যের বাড়ি থাকতে হবে? এভাবে ঘর ও সম্বলহারা বাঘবিধবা পারভীন আক্তার রোদন করে বলছিলেন আর বারবার আঁচলে দু’চোখ মুছছিলেন। প্রসঙ্গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর থেকেই পার্শ্ববর্তী মসজিদের দুই তলায় বসবাস করছেন বাঘবিধবা পারভীনসহ কয়েকটি পরিবার। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, ইতোমধ্যে এলাকাটি পরিদর্শন করেছি এবং পারভীনসহ যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। সরকারিভাবে কোনো আর্থিক অনুদান আসলে তা সংশ্লি¬ষ্ট পরিবারগুলো অবশ্যই পাবে।

The post ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো অসহায় বাঘ বিধবার শেষ সম্বল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3c4rjoM

No comments:

Post a Comment