Sunday, May 30, 2021

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৬ জুন পর্যন্ত https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

রোববার (৩০ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

সবশেষ ঘোষিত বিধিনিষেধের মেয়াদ শেষ হতে যাচ্ছে রোববার মধ্য রাতে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।

এদিকে লকডাউন চলাকালেই ধীরে ধীরে গণপরিবহণ চলাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সর্বশেষ দূরপাল্লার বাস চলাচলেও অনুমতি দেওয়া হয়। তবে অবশ্যই অর্ধেক যাত্রী নিতে হবে এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে জানান, ১৩ জুনে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

The post বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৬ জুন পর্যন্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34vdA6d

No comments:

Post a Comment