Saturday, May 29, 2021

হিংসার আগুনে মরে ছাপ হলো মুক্তার স্বপ্নগুলো, ঘের ও পুকুর মাছে বিষ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: মাছ চাষ করে গত বছর ৭ লাখ টাকা লোকশান হয়। ফলে এবার আর কিছু করার মত ক্ষমতা ছিল না সুমনের। এ সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় তার স্ত্রী মুক্তা। নিজের স্বর্ণালংকার বিক্রি করে সমুদয় টাকা তুলে দেয় স্বামীর হাতে। ১৩ বিঘা জমির একটি ঘের এবং দুই বিঘা জমিতে অবস্থিত দুটি পুকুরে মাছ চাষ করে তারা।

্ইতোমধ্যে প্রায় ৩লাখ টাকা খরচ হয়। মাছও ভালো হয়। কিন্তু প্রতিবেশীর হিংসার আগুনে সব মাছ মরে ছাপ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরতলীর শীবপুর ইউনিয়নের খানপুর গ্রামে।

খানপুর গ্রামের মোঃ ফিরোজ হুসাইন সুমনের স্ত্রী মুক্তা জানান, শুক্রবার বিকালে তিনি আর তার স্বামী মিলে পুকুর থেকে মাছ ধরে পাশ্ববর্তী ঘেরে ছেড়ে দেন। এ সময় কিছু মাছ ভেসে ওঠে। সন্ধ্যার কিছু পূর্বে তাদের বাড়ির পাশ্ববর্তী হাসান, আমেনা ও খুকুমনি পানিতে নেমে ঐ মাছ ধরতে শুরু করে। এসময় সুমন ও মুক্তা মাছ ধরতে বাধা দিলে তাদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে আমেনা হুমকি দিয়ে বলে, ‘আমাদের মাছ ধরতে দিলি না কাল সকালে উঠে দেখবি, তোদের সব মাছ মরে ছাপ হয়ে গেছে।’ এরপর তারা চলে যায়।

এদিকে শনিবার ভোরে সুমন ও মুক্তা তাদের পুকুর-ঘেরে যেয়ে দেখতে পায় সকল মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় মুক্তা ও সসুমন কান্নায় ভেঙে পড়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

The post হিংসার আগুনে মরে ছাপ হলো মুক্তার স্বপ্নগুলো, ঘের ও পুকুর মাছে বিষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wUUZgf

No comments:

Post a Comment