এম এ রহিম, বেনাপোল (যশোর): দিন যতই যাচ্ছে বেনাপোল সীমান্তে করোনা সংক্রমনে আক্রান্তের হার বাড়ছে। গত এক বছরে যেখানে শার্শা-বেনাপোলে মোট আক্রান্তের পরিমান ছিল ৩৯০জন। সেখানে গত ২০দিনে আক্রান্ত হয়েছে ৫৬জন। ১৬৭জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ আসে ৫৬ জনের। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় আসে এ রিপোর্ট। ১০মে থেকে শুরু হয় পরীক্ষা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম জানান, বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে আসছে পাসপোর্ট যাত্রী। বেনাপোলের বিভিন্ন হোটেলে অধিকাংশ যাত্রীর প্রাতষ্টানিক কোয়ারেনটাইন করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীসহ স্থানীয়দের উপজেলাতে করোনার পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে। করোনা সু’রক্ষায় জোর দিচেছন স্বাস্থ্য বিভাগ।
ইমিগ্রেশন ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, ২৬এপ্রিল সীমান্ত বন্ধের পর গত ৩৪দিনে ভারত থেকে বেনাপোল স্থলপথে দেশে ফিরেছে ৪১শ’ ২জন। ১৫জন করোনা পজেটিভ। এসময়ে লাশ হয়ে ফিরেছে২০জন। দেশে ফিরে পজিটিভ ধরা পড়েছে আরো ১৬জনের। বেনাপোলে হোটেল, বন্দর,ব্যাবসা প্রতিষ্টান ও ব্যাংক গুলোতে মানছে না করোনা সু রক্ষা ও সামাজিক দুরত্ব। ফলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেনাপোল বন্দর ও ইমিগ্রেশন খোলা থাকায় বাড়ছে করোনা ঝুকি। নেই ভ্রাম্যমান আদালতের অভিযান। পোর্ট ও শার্শা থানা পুলিশ করোনা সু’রক্ষায় কাজ করলেও বাড়ছেনা গণসচেতনতা। লকডাউন ছাড়ায় প্রশাসনের কঠোর নজরদারীর দাবী বন্দরবাসির।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান দেশ ও জাতির স্বার্থে পোর্ট খোলা রাখা হলেও ভারত থেকে আসা ড্রাইভার ও হেলপারদের গতিবিধি সর্বচ্ছ গুরুত্ব দিতে হবে। কোন ভাবেই বন্দরের বাহিরে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। ভারত থেকে আসা যাত্রীদের সব রকমের সুযোগ সুবিধা দেখবেন বন্দর সংশ্লিষ্টরা। ব্যাবসায়িদেরকে আরো করোনা সু রক্ষা মেনেই কাজ করতে হবে বলে জানান তিনি।
ভয়াবহ এ মুহুর্ত থেকে রক্ষা পেতে হলে গন সচেতনতা বৃদ্ধি সহ ম্যাক্সপরিধান ও সেনিটাইজারসহ সামাজিক দুরত্ব মানতে হবে। মতিয়ার রহমান আরো বলেন ব্যাক্তিগত ভাবে তিনি করোনা সু রক্ষায় স্প্রে, মাক্সও সেনিটাইজার বিতরন অব্যাহত রেখেছেন। সাধ্য অনুযায়ি করছেন সহযোগিতা। সাংগঠনিকভাবে ও বিভিন্ন এনজিও সংগঠনকে করোনা সু রক্ষায় এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
তবে ভারতে আটকে থাকা যাত্রীরা দেশে ফেরার করুন আর্তি জানান সরকারের কাছে। ভারত থেকে ফেরা যাত্রী গোপালগজ্ঞের নিখিল চন্দ্র ও ঔশি বিশ্বাস জানান, ভারতে চিকিৎসা করতে যেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। নেই টাকা, অতিষ্ট ভারতের স্বজনেরা। ভারতে লকডাউনে চলেনা পরিবহন। জেলের ন্যায় কষ্টে ছিলেন তারা। যারা আসতে পারেনি তাদেরকে মুক্তির দাবী জানান সরকারের কাছে। দেশে ফেরায় স্বস্তির কথা জানান তারা।
বন্দর উপ পরিচালক মামুন তরফদার জানান করোনা সু রক্ষা মেনেই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সচল রাখার চেষ্টা করছেন তারা। স্বারাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলেই বিস্তারিত জানাতে পারবেন তিনি। তবে এখনও পর্যন্ত পোর্ট বন্ধের সরকারি অফিসিয়ালি কোন নির্দেশনা পায়নি তারা।
নাভারন সার্কেল যশোর সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান জানান করোনা সু রক্ষায় সব এজেন্সির সদস্যদের নিয়ে মনিটরিং সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তবে বেনাপোল শার্শা সহ বিভিন্ন এলাকায় গণ সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সবাইকে সু রক্ষা মানার আহব্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম আরো জানান ৩০ মে ৪৭জনের পরীক্ষা করে পজেটিভ এসেছে ২জন। তবে ল্যাবে পরীক্ষায় সনাক্তর হার কমছে বলে জানান তিনি। চলতি সপ্তাহে করোনা সনাক্তের হার বাড়ায় সবাইকে সুরক্ষা মেনে চলার উপর জোরদেন তিনি।
The post বেনাপোল ১৬৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৫৬ জনের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uAQypg
No comments:
Post a Comment