Saturday, May 29, 2021

ডুমুরিয়ার জমি নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগ https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার পল্ল¬ীতে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাংচুর, গৃহবধুকে মারপিট এবং প্রতিবন্ধী যুবতীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে।
এ ঘটনায় ভূক্তভোগী নারী রেক্সোনা বেগম (৩৯) প্রতিপক্ষ ইকবাল বাহার বিশ্বাসসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার রঘুনাথপুর গ্রামের নবেল শেখের ক্রয়কৃত বসত বাড়ির জমি নিয়ে একই এলাকার ইকবাল বাহার বিশ্বাস (৪২) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি জবর দখল নিতে ইকবাল বাহার গং বেশ কিছু দিন ধরে পায়তারা চালিয়ে আসছে বলে অভিযোগে বলা হয়ছে। তারই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিবাদী ইকবাল বাহার তার সহযোগিদের নিয়ে নবেল শেখের বাড়িতে অনাধিকার প্রবেশ করে আধাপাঁকা টিনের ঘরের ইটের তৈরী প্রাচীর ও টিনের চাল ভাংচুর করে এবং ঘরের ভিতর থাকা আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে বাহিরে ফেলে দেয়।
এ সময় নবেল শেখের স্ত্রী রেক্সোনা বেগম বাঁধা দিতে গেলে তাকে বেদম মারপিট ও লাঞ্ছিত করে এবং ঘরের ভিতর শুয়ে থাকা তাদের দৃষ্টি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে তন্বি খাতুন (২৩)কে ঘরের ভিতর থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে যায়।
এ ঘটনায় রেক্সোনা বেগম বাদী হয়ে শনিবার ইকবাল বাহার বিশ্বাসকে প্রধান আসামীসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয় জানতে চেয়ে ইকবাল বাহার বিশ্বাস বলেন, ওই জমিটা নিয়ে নবেল শেখের সাথে আমাদের আদালতে মামলা চলমান। ইতোমধ্যে বিজ্ঞ আদালত বিরোধীয় সম্পত্তিতে ১৪৪/১৪৫ ধারায় স্হিতাবস্হার আদেশ দিয়েছেন।
কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা রাতের আঁধারে ঘর নির্মাণ করে সেখানে বসবাসের জন্যে আসবাবপত্র ঢুকিয়েছে। তাই আজ আমরা তা সরিয়ে ফেলেছি।
এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, রেক্সোনা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি তদন্তের জন্যে রঘুনাথপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

The post ডুমুরিয়ার জমি নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i8zBzX

No comments:

Post a Comment