Friday, May 28, 2021

টেকসই বেড়িবাঁধের দাবীতে ৩১ মে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মানববন্ধন https://ift.tt/eA8V8J

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে আবারো তলিয়ে গেছে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকা। লাখ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ঘেরের মাছ। মানুষের বাড়ি-ঘর-আশ্রয়সহ শেষ সম্বলগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরাজীর্ণ বেড়িবাঁধের অবস্থা পূর্বের চেয়ে আরো খারাপ হয়েছে।

যদিও যে কোন দুর্যোগের পর উপকূলীয় বেড়িবাঁধগুলোর সংস্কারে সরকারীভাবে শতশত কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একটি দুর্যোগের পর যখন আর একটি দুর্যোগ আসে তখন বলা হয় ‘বাঁধগুলো ৬০ এর দশকে নির্মিত। তারপর আর কোন কাজ হয়নি। ফলে দুর্যোগ মোকাবেলার মত এখন আর এগুলোর শক্তি নেই।’ তাহলে প্রশ্ন আয়লা থেকে আম্পান, আম্পান থেকে ইয়াস পর্যন্ত বাঁধ সংস্কারে যে শত শত কোটি টাকা বরাদ্দ হয়েছে সে টাকা গেল কই? এ প্রশ্ন তুলেছেন সাতক্ষীরার নাগরিক নেতৃবৃন্দ।

শুক্রবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ আনিসুর রহিম।
সভায় বক্তব্য রাখেন সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, নিত্যা নন্দ সরকার, এড. মুনির উদ্দিন, জিএম মনিরুজ্জামান, এড. আল মাহামুদ পলাশ, রবিউল ইসলাম রবি, আকতারুজ্জামান মহব্বত, মুনসুর রহমান, আসাদুজ্জামান লাভলু, আলী নুর খান বাবলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন এবং বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে আগামী ৩১ মে বেলা ১১টায় সাতক্ষীরা ডিসি অফিস মংলগ্ন সড়কে মানববন্ধন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

 

The post টেকসই বেড়িবাঁধের দাবীতে ৩১ মে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fqFrL0

No comments:

Post a Comment