Monday, May 31, 2021

খুলনায় মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব https://ift.tt/eA8V8J

খুলনা প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে করোনা ভয়ানক আকার নিয়েছে। আক্রান্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব। সচেতনতার জন্য নানা উদ্যোগের কথা বলা হচ্ছে৷ বলা হচ্ছে কার্যকর ব্যবস্থার কথা৷ কিন্তু এত আয়োজনের মাঝেও আছে বিভ্রান্তি৷ আছে ‘অতি সচেতনতার’ বাড়াবাড়ি৷
সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিড আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে শঙ্কিত জেলার চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে সংক্রমণ ও বাড়ছে মৃত্যু । করোনা আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে। অথচ এখন চূড়ান্ত অসচেতন ভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ। মাস্ক ছাড়া বহু মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব কেউ মানছেন না।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের (১ থেকে ৩০ মে) বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরের ৯৪৮ জন। এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে মহানগরীর ২০ জন।

জেলায় মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ মে) ৪শ’৪৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৩শ’ ৯৫ জন। এ সময়ে মারা যান ১২ জন। এরপরের ১৫ দিনে (১৬ থেকে ৩০ মে) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে নগরীর ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে ৭০ জন।

করোনা প্রতিরোধ ও চিকিৎসা কমিটির খুলনার সমন্বয়কারী ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, আগের করোনার চেয়ে বর্তমান করোনা শক্তিশালী। ফলে বর্তমান করোনার বৈশিষ্টের কারণেই বেশি রোগী মারা যাচ্ছে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি না মানা সহ একাধিক কারণ রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশিদা সুলতানা বলেন, এপ্রিলের শুরুর থেকে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পরে ফের আবার বেড়েছে।

উল্লেখ্য, খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।

The post খুলনায় মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার বড়ই অভাব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gcM0jN

No comments:

Post a Comment