পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত ওয়াপদার বাঁধগুলি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
উপজেলার হরিখালী মৌজায় শিবসা নদীর তীরে অবস্থিত ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি ভিতরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্থ হয়। এ ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের জন্য খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শনিবার সকালে মেরামতের কাজ শুরু হয়। চেয়ারম্যান এসএম এনামুল হক ও জেলা পরিষদ সদস্য (সাবেক) আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান গাজী পৃথকভাবে বিপুল সংখ্যক লোক নিয়ে বাঁধের কাজ শুরু করেন। এদিকে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় পার্শ্ববর্তী ইউনিয়ন লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বাঁধের কাজে অংশগ্রহণ করেন। দুপুরের জোয়ার আসার আগেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মো: এজাজ শফি, উপ-প্রোকৌশলী পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা মো: ফরিদ উদ্দীন প্রমুখ।
The post পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3usiGL2
No comments:
Post a Comment