সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: করোনাকালে গর্ভকালিন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুণ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলায় শনিবার সকালে দেবীপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে নিজস্ব কার্যালয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ক্লিনিক সভাপতি ও ইউপি সদস্য শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তারা গর্ভবতীদের প্রসব পূর্ব পরিকল্পনা সমূহ, পুষ্টিকর খাবার খাওয়া, গর্ভবতীদের বিপদ চিহ্ন, গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়মিত চেকআপ করা, করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের স্কুল ফ্যাসিলিলেটর জ্যাকলিন মালা বিশ্বাস, ওয়াল্ড ভিশনের ওয়াশ ফ্যাসিলিলেটর সিরাজুল ইসলাম, আক্তার হোসেন, এমসিএফ অমিত কুমার মন্ডল, এমএইচভি সাবিনা খাতুন, বিথিকা মৃধা, ক্লিনিক ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল প্রমুখ।
The post শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3i6QquT
No comments:
Post a Comment