Sunday, May 30, 2021

দেবহাটার নওয়াপাড়ায় প্রকাশ্যে বাজেট ঘোষনা https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক (লাভলু বিশ্বাস), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, মিজানুর রহামন, আসমাতুল্লাহ গাজী আসমান, আকবর আলীসহ বিভিন্ন এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সচিব কামরুজ্জামান উপস্থিত সকলের সামনে আাগামী এক বছরের বাজেট ঘোষণা করেন। ২০২১-২০২২ অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তাতে ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ২শত ৫২টাকা আয় এবং ২ কোটি ৭৬ লক্ষ ১হাজার ৫শত ৩১ টাকা ব্যয় ধরা হয়েছে।

The post দেবহাটার নওয়াপাড়ায় প্রকাশ্যে বাজেট ঘোষনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pb9lGr

No comments:

Post a Comment