সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কয়রা-খুলনা সড়ক ভেঙে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে জোয়ারের পানির তোড়ে সড়কের কালনা শেখবাড়ির সামনে প্রায় একশ মিটার ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কয়রা সদরের সঙ্গে খুলনাসহ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জানা গেছে, উপজেলার প্রধান এ সড়ক ভেঙে যাওয়ায় এর দুই পাশে বিপুল সংখ্যক ছোট ও বড় যানবাহন আটকা পড়ে আছে। খুলনা থেকে যাওয়া ত্রাণের কয়েকটি গাড়িও সেখানে আটকে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে এলাকায়। ওই পানির চাপে সড়কের নীচু অংশ ভেঙে নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে গ্রামবাসি বালুর বস্তা দিয়ে উঁচু করেও টিকিয়ে রাখতে পারেনি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, সড়কের ওই অংশে ভেঙে যাওয়ায় তিনটি ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।