শ্যামনগর প্রতিনিধি: জলোচ্ছ্বাসে বিপর্যস্থ হয়ে পড়া শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দুর্গত মানুষের খাবার পানির চাহিদা প্রকট আকার ধারন করেছে। বাঁধ ভেঙে ঢুকে পড়া লবণ পানিতে দিন-রাত ভাসতে থাকলেও একটু খাবার পানির জন্য তারা রীতিমত হা-পিত্যেষ করে যাচ্ছে। সরকারি বেসরকারি পর্যায়ে গত কয়েকদিনে ইঞ্জিনচালিত ভ্যানযোগে কয়েকটি এলাকায় পানি পৌছানো হলেও তাতে খাবার পানির সংকট কমছে না।
তবে শুক্রবার থেকে উপকূলবর্তী ও সীমান্তঘেঁষা কৈখালীর বিভিন্ন এলাকার পানির সংকট কাটাতে ভ্রাম্যমান ট্রিটমেন্ট প্লান্ট সংযোজন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতি ঘন্টায় ৬০০ লিটার পানি সরবরাহের সক্ষমতার ট্রিটপ্লান্ট দিয়ে প্রত্যন্ত এলাকাতেও পানি পৌছানোর কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
জলোচ্ছাসের জেরে লন্ডভন্ড জয়াখালী ও বৈশখালী এলাকায় ট্রিটপ্লান্টের সহায়তায় পানি বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় দুর্যোগ কবলিত কৈখালীর পানিবন্দী পরিবারগুলোর মাঝে পানির জ্যারিকেন, বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড স্যানিটারজার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
The post শ্যানগরের কৈখালীতে খাবার পানির তীব্র সংকট সমস্যা মোকাবেলায় ভ্রাম্যমাণ ট্রিটমেন্ট প্লান্ট সংযোজন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uuBOIu
No comments:
Post a Comment