Friday, May 28, 2021

শাঁখরা-কোমরপুর ভাঙনস্থলে সংস্কার কাজ শুরু https://ift.tt/eA8V8J

 

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেবহাটা উপজেলার শাখরা-কোমরপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ইছামতি নদীর ভাঙনস্থলে দেবহাটা উপজেলা প্রশাসন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু হয়েছে। জানা যায়, দেবহাটা উপজেলা প্রশাসনের সহযোগিতায়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার নিজস্ব তহবিল হতে হাজার টাকাসহ সহ¯্রাধিক বালু ভর্তি বস্তা এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যানের সার্বিক ব্যবস্থাপনায় ২৮ মে সকাল ৯টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয়।

The post শাঁখরা-কোমরপুর ভাঙনস্থলে সংস্কার কাজ শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fSWZyv

No comments:

Post a Comment