Saturday, May 29, 2021

শেখ কামরুজ্জামান টুকুর সংবর্ধনা প্রদানের লক্ষ্যে মতবিনিময় https://ift.tt/eA8V8J

মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর বৃহত্তর খুলনার প্রধান, জাসদ এর অন্যতম প্রতিষ্ঠাতা, বাগেরহাট জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুকে ’৮০ সালের পূর্বের রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্যোগে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা শনিবার সকাল ১১টায় দৈনিক দক্ষিণের মশাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা কমিটির সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন মশু। সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত দেন বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. মোসলেম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী, সাবেক ছাত্রনেতা আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), সাংস্কৃতিক কর্মি হেনরী সরদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সভায় আগামী ১২জুন পরবর্তী সভা সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী ১২ জুনের প্রস্তুতি সভায় ১৯৮০ সাল পূর্ব পর্যন্ত কামরুজ্জামান টুকুর সাথে রাজনৈতিকভাবে যুক্ত সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সংবর্ধনা সভা সফল করার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশুকে আহ্বায়ক ও অধ্যক্ষ আশেক-ই-এলাহীকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post শেখ কামরুজ্জামান টুকুর সংবর্ধনা প্রদানের লক্ষ্যে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yQyaMb

No comments:

Post a Comment