Friday, May 28, 2021

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ঘেরের মাছ নষ্ট! https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া ঘের সংক্রান্তে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক মৎস্য চাষীর ঘেরের মাছ মেরে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উপজেলার শোভনা এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী মাছ চাষী সোহরাব আলী খান প্রতিপক্ষ ঘের মালিক আব্দুল হালিম খানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের শোভনা পশ্চিমপাড়া এলাকার মাছ চাষী স্হানীয় কতিপয় ব্যক্তির জমি হারি (লীজ) নিয়ে প্রায় এক যুগ ধরে চিংড়ি মাছসহ বিভিন্ন মাছের চাষ করে আসছেন। তার ঘেরের পাশে বিবাদী আব্দুল হালিমের মৎস্য ঘের থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতোবিরোধ চলে আসছিলো। তারই জের ধরে বিবাদী আব্দুল হালিম বাদী সোহরাব হোসেনের হারি নেয়া জমির কিছু অংশ চুক্তির মেয়াদ আরো এক বছর বলবৎ থাকা সত্বেও জমির মালিকদের ফুসলিয়ে আব্দুল হালিম চুক্তিপত্র সম্পাদন করে গত বৃহস্পতিবার সোহরাবের ঘেরের মধ্যে বাঁধ দেয়া শুরু করেছেন। এ পর্যায়ে তিনি ঘেরে যেয়ে দেখতে পান তার ঘেরের নতুন-পুরাতন চিংড়ি ও সাদা মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ঘেরের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে তিনি অভিযোগে উল্লে¬খ করেছেন। এবিষয়ে জানতে চেয়ে আব্দুল হালিমের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয় জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান জানান, অভিযোগটি তদন্তের জন্যে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

The post ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ঘেরের মাছ নষ্ট! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fWhlXJ

No comments:

Post a Comment