পাটকেলঘাটা প্রতিনিধি: গত দুদিনের বৃষ্টিপাতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিম্নাঞ্চলসহ নিচু এলাকার শতশত একর আমন ক্ষেত পানিতে ডুবে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রবি ও সোমবার দিবাগত রাতভর বৃষ্টিপাত হয়। মঙ্গলবার সকালেও সামান্য বৃষ্টিপাত হয়। এতে করে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এসকল বিলের আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। শীতকালিন শাকসবজির জন্য প্রস্তুত ক্ষেতে পানিতে ডুবে যাওয়ায কৃষকের বেশ ক্ষতি হয়েছে। অনেক কৃষক আগামজাতের কপি টমেটো ও অন্যান্য শাকসবজির চাষ করছে বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে গেছে। এ মুহূর্তে পুনরায় বৃষ্টিপাত হলে মৎস্য চাষীরাওস ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে। পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমন চাষী আকবার গাজী জানান আমার জমির আমন ধান ক্ষেত প্রায় এক হাত পানির নিচে। পানি দ্রুত না নামলে ধান হবে না। এ দিকে পাটকেলঘাটার দক্ষিণ বিলের চান্দার খাল হতে জনেকের বাড়ি পর্যন্ত খালে নেটপাটা অপসারণের ব্যবস্থা করলে পানি দ্রুত নিষ্কাশন হতো। খোর্দ্দ গ্রামের সবজি চাষী আব্দুল জলিল জানালেন দুদিনের বৃষ্টিতে তার সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে চাষ করতে ১৫/২০ দিন সময় লাগবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যান পাল জানান, উঁচু জমির আমন ধানের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না।
The post পাটকেলঘাটায় অতি বৃষ্টিতে আমন ধানের ক্ষেত প্লাবিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lTWreV
No comments:
Post a Comment