Friday, September 24, 2021

বিকিরণ-৮৬’র মাসিক সভা https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার এসএসসি ব্যাচ ১৯৮৬ বন্ধুদের সংগঠন বিকিরণ-৮৬’র মাসিক সভা ও দোয়া শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে স্থলবন্দর ভোমরার নবাদকাঠি এলাকায় খান মিলনায়তন খুলনা যশোর ও সাতক্ষীরার ৮৬ বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়। বিকিরণ-৮৬ সভাপতি নওশাদ আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলী রেজা, আলামিন লিটন, রানা, জাহিদ হোসেন, শামীমা পারভিন, মিসেস দোদুল খান, মিসেস নাহিদা আলামিন, জাকির হোসেন রিপন, জুথী খান, নয়ন মনি, শাবানা পারভীন, শহিদুল হক রাজু, আব্দুল হামিদ, আবুল খায়ের, আজাদ হোসেন, আব্দুর রহিম, আয়ুব হোসেন, বেলি খাতুন প্রমুখ।

সভা শেষে ‘বিকিরণ-৮৬’ এর যেসব বন্ধু ও তাদের আত্মীয় স্বজন মারা গেছেন তাদের স্মরনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে যেসব বন্ধু কোন বিপদে বা অসুবিধায় পড়বে তাদের পাশে দাড়াঁনোর অঙ্গিকার করা হয়। সভায় শতাধিক এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধু-বান্ধবী অংশ নেন। প্রেসবিজ্ঞপ্তি

 

The post বিকিরণ-৮৬’র মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XOCptB

No comments:

Post a Comment