শহরের দক্ষিণ পলাশপোল বায়তুত তাকওয়া জামে মসজিদে ৫.৩৪ শতক জমি দান করলেন ৮ নং ওয়ার্ডের মরহুম রমজান আলীর পুত্র মো: মফিজুল ইসলাম। তিনি কোবালা খরিদা মূলে পলাশপোল মৌজার এসএ ১০০৬ নং খতিয়ানের এসএ ১১২১০ নং দাগের হাল ১৫৭০৭ নং দাগের ৮.৬৪ শতক জমির মধ্য থেকে ৫.৩৪ শতক জমি দক্ষিণ পলাশপোল বায়তুত তাকওয়া জামে মসজিদের নামে গত ২২ সেপ্টেম্বর তারিখে সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিস হতে দানপত্র দলিল রেজিস্ট্রি সম্পাদন করেছেন। যার দানপত্র নং ৭০৪৫। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম (পেশকার), সেক্রেটারি এড: এসএম সোহরাব হোসেন বাবলু, ক্যাশিয়ার রবিউল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মাজেদ, আদায়কারী আবু সানাসহ স্থানীয়রা। প্রেসবিজ্ঞপ্তি
The post দক্ষিণ পলাশপোল জামে মসজিদে ৫.৩৪ শতক জমি দান করলেন মফিজুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2W933wT
No comments:
Post a Comment