Wednesday, September 2, 2020

বদ্দিপুর কলোনীর পানিবন্দি মানুষের চলাচলের সুবির্ধার্থে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহন উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দি মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা প্রদত্ত ফ্রি বাহন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফ্রি বাহন উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

 

এসময় তিনি বলেন, ‘বদ্দিপুর কলোনী, পুলিনপাড়া, আলিয়া মাদ্রাসা পূর্বপাড়া ও তালতলা ঋষিপাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানিবন্দি অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেন করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মতো সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমান পানি নিষ্কাশন করা হচ্ছে। বর্ষণের ফলে এক ঘন্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’ এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post বদ্দিপুর কলোনীর পানিবন্দি মানুষের চলাচলের সুবির্ধার্থে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহন উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lEsqyN

No comments:

Post a Comment