নিজস্ব প্রতিনিধি: পায়রাডাঙ্গায় পানি নিস্কাশনের নামে ১০ লক্ষাধিক টাকার সবজি ক্ষেত নষ্টের অভিযোগ করেছেন মালিকরা। ঘটনাটি বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা এলাকায় ঘটে।
এঘটনায় জমির মালিকরা এর বিচার, শাস্তি ও ক্ষতিপূরণ দাবী করেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ও জমির মালিকরা জানায়, সদর উপজেলার পূর্ব পায়রাডাঙ্গার কওসার আলী সরদারের ছেলে বেল্লাল (২৮), একই এলাকার মৃত নিয়ামুদ্দিন সরদারের ছেলে নূরুদ্দীন (৪৫), মুনছুর আলী সরদারের ছেলে আবিদুর রহমান (৫০), ইব্রাহিমের ছেলে সাইফুল্লাহ (৩৫), আব্দুল জলিল মাষ্টারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫), মৃত বাবর আলীর গাজীর ছেলে তৈয়ব আলী গাজী (৬০), কুদরত আলীর ছেলে আব্দুর রহিম (২৮), মৃত তাইফুর রহমানের ছেলে সাঈদ হোসেন বাবু (২৭), মৃত সাহাজুদ্দিনের ছেলে সাইফুল্লাহ (৩২), সাহাবুদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (২৯), একই উপজেলার কাসেমপুর এলাকার মৃত হবিবর রহমানের ছেলে সাঈদ হোসেন (৩২), শিয়ালডাঙ্গা এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ইউপি সদস্য সফিকুল, বুধরডাঙ্গা এলাকার দিনেশ (৪২) সহ ১৫ থেকে ১৭ জন খন্ড খন্ডভাবে পূর্ব পায়রাডাঙ্গায় মৎস ঘেরের চাষ করে আসছিল।
ওই মৎস ঘেরের বেড়িবাঁধে ঘের মালিকরা মাচাঁ দিয়ে বিভিন্ন সবজি চাষ করে। ঘেরের মাঝখান দিয়ে রেকর্ডিয় সম্পত্তির একটি খাল প্রবাহিত হয়েছে। যা ওই এলাকার ঘের মালিকদের পানি নিস্কাশন ও ঘেরে পানি তোলার খালটি ব্যবহৃত হয়ে থাকে। কাউকে কোন কিছু না জানিয়ে হঠাৎ করে বুধবার সকালে শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক নিয়ে তারা পূর্ব পায়রাডাঙ্গার মৎস ঘেরের ভেড়িতে চাষকৃত সবজি পানি নিস্কাশনের নামে কেটে ফেলে। যা ওই ঘের মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায়। জমির মালিকরা আরো জানায়, ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন আসা লোকেরা সবাই পশ্চিম পায়রাডাঙ্গা এলাকার।
তাদের সাথে এই এলাকার বিরোধের কারণে ইউপি সদস্য শফিকুল ইসলাম তাদের কাছ থেকে সুবিধা নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়ে এ ক্ষয়ক্ষতি করিয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবী করে শাস্তি ও ক্ষতি পূরণ দাবী করছি। এব্যাপারে শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের মুঠো যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ইউনিয়নের কয়েকটি গ্রাম জলাবদ্ধতায় নিমজ্জিত। আর ওই খালটির প্রায় হাফ কিলোমিটার সবজিতে ভরে আছে।
এজন্য কয়েকটি গ্রামের লোকজন আমার উপস্থিতিতে সবজি গাছ কেটে দিয়েছে। কিন্তু সরজমিনে দেখা যায়, সবজি গাছ গুলো ভেড়ীর উপরে। খালের ধার দিয়ে মাচা করে তারা সবজি চাষ করে থাকে।
The post পায়রাডাঙ্গায় ১০ লক্ষাধিক টাকার সবজি ক্ষেত নষ্টের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jaaYR6
No comments:
Post a Comment