Thursday, September 3, 2020

করোনার মধ্যেও বেড়েছে হিমায়িত চিংড়ি রপ্তানি, আসছে বৈদেশিক মুদ্রা https://ift.tt/eA8V8J

২০১৯ সালের জুন মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয়েছিল ১৯৬০ মেট্রিক টন। সেখানে চলতি বছরের জুনে চিংড়ি রপ্তানি হয়েছে ২৪৮০ মেট্রিক টন। যার বাজার মূল্য ১৯৬ কোটি টাকা। সর্বশেষ জুন-জুলাই মাসে মোংলা বন্দর থেকে নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন বাজারে প্রায় ৫ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়েছে।

যার বাজার মূল্য প্রায় ৩৯৫ কোটি টাকা। খুলনার মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অফিস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে জুলাই-আগস্টে রপ্তানি বাণিজ্যে দেশে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ রিসোর্স অনেক বেশি। সেগুলোকে আমরা কখনো মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারিনি। মূল অর্থনীতিতে তাদের আমরা কম পেয়েছি।

এখন আস্তে আস্তে তাদের মূল ¯্রােতধারায় নিয়ে আসছি। করোনা পরিস্থিতিতেও আমাদের রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধি ভালো, এতে বোঝা যাচ্ছে আমাদের অর্থনীতি আবার সচল হচ্ছে।

হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৯৬ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ৪৯৭ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ধরে), যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১ কোটি ৯২ লাখ ডলার বা ৩৬ শতাংশ বেশি। গত বছরের আগস্টে ১৪৪ কোটি ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া চলতি বছরের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। একক মাস হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুনে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার। জানা যায়, রপ্তানিতে উল্লেখযোগ্য জায়গা নিয়েছে চিংড়ি শিল্প।

খুলনার মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ জানান, ২০১৯-২০ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগের অর্থবছরের তুলনায় দুই হাজার মেট্রিক টন চিংড়ি বেশি রপ্তানি হয়। এরপর করোনার কারণে রপ্তানিতে ভাটা পড়ে।

তবে শেষ পর্যন্ত বিগত অর্থবছরের তুলনায় ৫শ’ মেট্রিকটন রপ্তানি বেড়েছে। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে চিংড়ি রপ্তানি হয়েছিল ২৯ হাজার ৬ মেট্রিকটন। সেখানে ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৯ হাজার ৫৪০ মেট্রিকটন। যার বাজার মূল্য ২৩৬০ কোটি টাকা।

পত্রদূত ডেস্ক:

The post করোনার মধ্যেও বেড়েছে হিমায়িত চিংড়ি রপ্তানি, আসছে বৈদেশিক মুদ্রা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gULKUT

No comments:

Post a Comment