মিলন বিশ্বাস, প্রতাপনগর (আশাশুনি): আশাশুনি উপজেলার প্রতাপনগরে বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়ালেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি এম স্পর্শ।
বৃহস্পতিবার প্রতাপনগর ইউনিয়নে অসহায় দূর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন তিনি। জি এম স্পর্শ বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আজ বন্যাদূর্গত মানুষেরা বড় অসহায়। এই দু:সময়ে আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জিএম স্পর্শ নিজেকে ব্যতিক্রমী এক সেবিকা হিসেবে জনগণের পাশে নিজেকে নিয়োজিত রেখেছেন। মহামারী করোনার প্রাদুর্ভাব ও ভয়াবহ বন্যার শুরু থেকেই নিজ উপজেলাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রতি সজাগ তিনি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রতাপনগরের এসকল সুবিধাভোগী পরিবারগুলো জিএম স্পর্শ এর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post বন্যাকবলিত প্রতাপনগরে খাদ্যসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gZF73o
No comments:
Post a Comment