কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টল এ্যাকশন ডেভলমেন্ট (হেড) এর বাস্তবায়নে ও এএলআরডি ঢাকা এর আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সাতক্ষীরার বল্লী, লাবসা, নগরঘাটা, ব্রম্মরাজপুর ও সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ১৫ জন শারিরীক প্রতিবন্ধী ও ৩৫ টি অসহায়, বিধবা, বয়স্ক ও কর্মহীন পরিবারসহ মোট ৫০ টি পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারে চাল, ডাল. আলু, তেল, আটা, পেঁয়াজ, লবণ ও সাবান প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, হেড সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান বাদশা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ শামিমুল ইসলাম সোহাগ, প্রোগ্রাম অফিসার শেখ সোহেল মাহমুদ, মোঃ মনির হোসেন সহ হেড সংস্থা সাতক্ষীরার যুব সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
The post কোভিড-১৯: জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় ৫০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2GaNKeY
No comments:
Post a Comment