পাটকেলঘাটা প্রতিনিধি: তালা শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে জলাবদ্ধতায় খাপ খাওয়ানো বিষয়ক যুব পানি কমিটির এক প্রশিক্ষণ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে এবং বোথ-এন্ডস্ এর আর্থিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে কপোতাক্ষ ও শিবসা যুব পানি কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাশেম আলী ফকির। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
The post তালায় যুব পানি কমিটির প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32V2maZ
No comments:
Post a Comment