Friday, September 25, 2020

কক্সবাজারে ১,০০৭ কনস্টেবলকে একযোগে বদলি https://ift.tt/eA8V8J

কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। এর আগে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা-প্রতিক্রিয়া শুরু হয়। জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদর দপ্তর।

The post কক্সবাজারে ১,০০৭ কনস্টেবলকে একযোগে বদলি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33RvRty

No comments:

Post a Comment