Wednesday, September 2, 2020

জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিল্পবী সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বুধবার বিকাল ৪টায় জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কুরআন তেলয়াত করেন সাবেক দেবহাটা উপজেলা ছাত্র লীগের সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও গীতা পাঠ করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী।

 

সাতক্ষীরা জেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক বহিষ্কার হওয়ায় ৩০ জন সদস্যদের মধ্যে ২৪ জন সদস্য এবং সকল উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক, আহবায়ক/যুগ্ম- আহবায়কের উপস্থিতিতে বক্তব্য রাখেন। এসময় জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার যুবলীগের সম্মান পুনরুদ্ধার করার জন্য করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং বন্যা কবলিত উপকূলীয় এলাকার মানুষের সাহায্য করার জন্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজকে জেলা যুবলীগের সদস্য করার নাম প্রস্তাব করেন এবং জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ আসাদুজ্জামান লিটু এতে সমর্থন দেন। জেলা যুবলীগের সকল সদস্যের সম্মতিক্রমে জিএম ওয়াহিদ পারভেজের নাম প্রস্তাব গৃহিত হয়।

জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু জানান, সাতক্ষীরা জেলা যুবলীগ একটি মানবতার যুবলীগে রুপান্তরিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে সাতক্ষীরা জেলার ৭০ভাগ এলাকা বন্যা কবলিত। আমাদের সকলকে বন্যা কবলিত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে সাহায্য করতে হবে। সেই সাথে সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিএম ওয়াহিদ পারভেজের মতো সকল সাবেক ছাত্র নেতাদের মানবিক সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান এবং বন্যা কবলিত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hTQYBx

No comments:

Post a Comment