নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ২-১ গোলে কলারোয়ার বামনখালী ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের উঠেছে পৌরসদরের তুলশীডাঙ্গা সাইফুল ফুটবল একাদশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে বামনখালি ফুটবল একাদশের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাছেল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।
বিরতির পরে খেলার শুরুতে সাইফুল ফুটবল একাদশের ২ নম্বর জার্সীধারি খেলোয়াড় আরিফ গোল করে দলকে সমতায় ফেরান। পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১-১ গোলেই খেলাটি ড্র থাকে।
পরে সরাসরি টাইব্রেকারে ২-১ গোলে বামনখালীকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গা। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের তপু। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী। রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন সাজু হালদার ও আনোয়ার হোসেন। বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ, সজীব, তাহফিমুল, জাহাঙ্গীর, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, সৈকত, রাহান, ক্রিড়া ব্যাক্তি সায়েদ আলী, মোখলেছুর, ইমন, বাবু, সুজন, মনি, দিপ্ত, সাদ্দাম, আশরাফুল, সাইফুল, আলআমিন প্রমুখ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ২য় খেলায় কলারোয়ার মুরারীকাটি ফুটবল একাদশ বনাম কলারোয়ার কলেজপাড়া ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
The post কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণী খেলায় তুলশীডাঙ্গার জয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2QIkRsj
No comments:
Post a Comment