Friday, September 25, 2020

১৫বছর পর হারানো মাকে ফিরে পেয়ে আবেগে আত্মহারা সন্তানেরা https://ift.tt/eA8V8J

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: প্রায় ২ বছর ধরে শ্যামনগর উপজেলার গাবুরা চাঁদনীমুখা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে বসবাসের পর অবশেষে ৭০ বছরের বৃদ্ধা নাছিমা ওরফে (আবেদা) নামে পরিচয় ছিল চাঁদনীমুখা বাজারে ফিরে পেলো তার পরিবারকে।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টার দিকে গাবুার চাঁদনীমুখা বাজার থেকে বাগেরহাট জেলার মংলা থানার জিরো ধারাবাজি ঘর খোন্ড গ্রামের নাছিমা বেগম রোকেয়া ২ পুত্র আলামিন ও আলাউদ্দিন তার মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
বৃদ্ধার ছেলেরা বলেন, আমাদের মাকে আমরা ১৫ বছর ধরে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে গাবুরায় একটা বিয়ে খেতে এসে আমরা জানতে পারি আমাদের মা এখানে আছে। আমাদের মাকে পেয়ে আমরা খুব খুশি।

১৫ বছর পর মাকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে তার ২সন্তান। বৃদ্ধার সন্তানেরা তাকে ফিয়ে নিতে আসায় খুশি হয়েছে গাবুরাবাসি।

The post ১৫বছর পর হারানো মাকে ফিরে পেয়ে আবেগে আত্মহারা সন্তানেরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cvIjTS

No comments:

Post a Comment