বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে পুনরায় চালু ও শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি পরিশোধের দাবীতে ৫ অক্টোবর সোমবার ইষ্টার্ণ জুট মিল গেটস্থ খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টির এক কর্মীসভা ২৫ অক্টোবর, শুক্রবার বিকেল ৫:৩০টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করেনি। তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালুর দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি কর্তৃক গত ২০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পার্টির খানজাহান আলী থানা কমিটির সম্পাদক আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ৩৬নং ওয়ার্ড পার্টির সভাপতি আমিরুল ইসলাম, থানা কমিটির নেতা ইকবাল মোল্লা, বাবুল রেজা, ফারুখ মাস্টার, বাবুল আখতার, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন, নাজমুর রাকিব উজ্জ্বল প্রমুখ। সভায় মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
The post রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে মানববন্ধন সফলের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টির কর্মিসভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cA4jNf
No comments:
Post a Comment