Thursday, September 3, 2020

পাইকগাছায় লাইসেন্স বিহিন ২টি করাত কলে জরিমানা https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুটি করাত কল থেকে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুন বাজারে অবস্থিত লাইসেন্স না থাকায় সওকত হোসেনের স’মিল ২হাজার টাকা ও সৌগত ঘোষের স’মিলে ৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন পাইকগাছা উজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সীদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দিপঙ্কর ম-ল সহ সঙ্গীয় ফোর্স। বৃহস্পতিবার জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন করাত কল পরিচালনা করার জন্য ও রাস্তার পাশে অবৈধভাবে কাঠ রাখার জন্য দুটি করাতকলের মালিককে জরিমানা করা হয়।

The post পাইকগাছায় লাইসেন্স বিহিন ২টি করাত কলে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jOYVsl

No comments:

Post a Comment