Tuesday, September 1, 2020

হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিংবাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশনের বিবৃতি https://ift.tt/eA8V8J

হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিংবাধঁ নিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার ফাউন্ডেশন।

 

ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেলের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অসাবধানতার কারণে একটি ভাঙন কবলিত এলাকায় পরিণত হয়েছে। গত ২০মে থেকে প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ অন্যান্য এলাকাগুলো রিংবাধঁ দিতে সক্ষম হলেও হাজরাখালি পয়েন্টে সম্ভব হয়নি। কর্তৃপক্ষ রিংবাঁধ দেওয়ার প্রস্তাব দিলেও একটি মহল ভাঙন পয়েন্ট থেকে মাত্র ১ কি. মি. রিংবাধঁ দেওয়ার সুযোগ থাকলেও অজানা কারণে হাজরাখালি, কোলা এবং হিজলিয়া, কলিমাখালি, লাঙ্গলদাড়িয়া, মাড়িয়ালা আংশিকসহ মোট ছয়টি গ্রাম, আনু: ৬ হাজার বিঘা জমি, ২ হাজার পরিবারে অনুমানিক ১০ হাজার মানুষকে নদীর গর্ভে ঠেলে দিয়ে রিংবাধঁ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে এবং সরকারকে ভুল বুঝালে এ সিদ্ধান্ত অটল থাকে। যাতে ১০হাজার মানুষ নদীর গর্ভে হাবুডুবুও খাবে। তাদের মানবাধিকার ক্ষুণœ হচ্ছে। আমরা উক্ত রিংবাধেঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে সরকারি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়ে নিদিষ্ট জায়গায় বাধঁ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, বিভাগীয় কমিশনার মহোদয় উক্ত ভাঙন পয়েন্ট পরিদর্শনে আসলে শ্রীউলার চেয়ারম্যান রিংবাঁধের প্রস্তাব দেয়। রিংবাধেঁর ভিতর অংশের মানুষেদের থাকার জন্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছি। সাতক্ষীরা পওর-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসকে সরকার ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রেসবিজ্ঞপ্তি

The post হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিংবাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশনের বিবৃতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jsLIVQ

No comments:

Post a Comment