নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার মুরারীকাটিতে ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিতে আলাইপুর ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিকরার ফ্রেন্ডস ফুটবল দল।
বৃহস্পতিবার বিকালে পৌরসভাধীন মুরারীকাটি ফুটবল মাঠে ৮দলীয় বন্ধু চিরন্তন টুর্নামেন্টের এ খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে ১২ মিনিটে ঝিকরা ফ্রেন্ডস ফুটবল দলের ৪নম্বর জার্সীধারি খেলোয়াড় খলিল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে ঝিকরার ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমান গোল করে দলের ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ওই ২ গোলেই ঝিকরা জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমান।
ধারাবিবরণীতে ছিলেন জিএম জাহাঙ্গীর আলম, আলী আহমাদ ও লুষার। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা রুহুল আমিন ও আনোয়ার হোসেন।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার, রেজাউল করিম লাভলু, বন্ধু চিরন্তন এর সভাপতি শেখ শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক শেখ সালাহউদ্দীন সাগর, মাস্টার আহসান উল¬াহ, নিখিল, সাইদুর রহমান, ক্রীড়াপ্রেমি ইমন, বাবু, আমিনুর, রিয়াজ, আব্দুস সাত্তার, আলফাজ, জাবিদ, তামিম, সিয়াম, জয়, ইমন, আয়ুব আলী, সবুজ, সাইফুল প্রমুখ। শনিবার বিকালে একই মাঠে ফাইনাল খেলায় আজকের বিজয়ী ঝিকরা ফুটবল দল বনাম তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
The post কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ঝিকরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mLdEa1
No comments:
Post a Comment