Friday, September 25, 2020

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ট্রলার ও পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ https://ift.tt/eA8V8J

শুক্রবার বিকালে গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে মাছধরা ট্রলার ও ৫ জেলেসহ মাছ ধরা সরঞ্জাম আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা ট্রলারসহ উক্ত জেলেদের আটক করে।

আটককৃত জেলেরা হলো, পেড়ীখালী রামপাল এলাকার তরিক শেখের ছেলে অহিদুল (১৬), আজগর গাজীর ছেলে আলমগীর (২৬), রুস্তম শেখর ছেলে রবিউল (২২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা এলাকার মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৫) ও মান্নাফ হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (২০)।

আটককৃত জেলেদের শনিবার সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ। তিনি আরো বলে সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও পুষ্পকাটি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা।

আব্দুল হালিম, বুড়িগোালিনী (শ্যামনগর):

The post সুন্দরবনের অভয়ারণ্য থেকে ট্রলার ও পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30a9gra

No comments:

Post a Comment