পত্রদূত ডেস্ক: বিভিন্নস্থানে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন ধরণের সহায়তা সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সরকারী বেসরকারী সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এসব সহায়তার মধ্যে নগদ টাকা ছাড়াও ঈদ সামগ্রী, করোনা সুরক্ষা সামগ্রী, ইফতার সামগ্রী রয়েছে।
রবি ও মহব্বতের নেতৃত্বে কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ: করোনায় কর্মহীন অসহায় মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সাতক্ষীরা সদরের কদমতলা বাজার সংলগ্ন লাবসা এলাকায় সাবেক শ্রমিকনেতা শেখ রবিউল ইসলাম রবি ও কাজী আক্তারুজ্জামান মহব্বতের নেতৃত্বে ৭০জন কর্মহীন মোটর শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, লাবসা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মকছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান, শ্রমিকনেতা মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুস ছালাম, শেখ শফিকুল ইসলাম শফি প্রমুখ।
এসময় জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি বলেন, জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে অসহায় শ্রমিকদের কোনো সহায়তা প্রদান করা হয়নি। শ্রমিক ইউনিয়নের ফান্ডে আগত অর্থ থাকলেও এই দুর্যোগে অসহায় শ্রমিকদের পাশে আসেনি বর্তমান ক্ষমতায় থাকা ইউনিয়নের নেতারা।

তিনি আরও বলেন, আমি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত আপনাদের জন্য যেটুকু পেরেছি সেটা দিয়েই সহায়তার চেষ্টা করেছি।
কালিগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক অনুদান বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টার দিকে নেংগী মাধ্যমিক বিদ্যালয় চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুদান প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, ইউপির ৪নং ওয়ার্ডের ট্যাগ অফিসার শিক্ষক আমিনুজ্জামান, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাফিয়া পারভীন, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান, ইউপি সদস্য জবেদ আলী, নজরুল ইসলাম, সাংবাদিক সাজিদুল হক সাজু প্রমুখ। এসময় ইউপির ৪নং ওয়ার্ডের ৪৮৩টি পরিবারের মাঝে ৪৫০ টাকা হারে বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উল্লে¬খ্য কৃষ্ণনগর ইউপিতে মোট ৬ হাজার ৪৫০টি পরিবার সহায়তা পাবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি।

ডুমুরিয়ায় শিল্পপতি আফজাল হোসেনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ:
করোনা মহামারীর প্রাদুর্ভাব মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ডুমুরিয়ার শিল্পপতি আব্দুল লতিফ জোয়ার্দার ট্রাস্টের সভাপতি আফজাল হোসেন জোয়ার্দারের উদ্যোগে দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া সদরে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ব¬াড ডোনার্স ক্লাবের সভাপতি মেফতাফিজুল হক সাগর, শ্রমিক লীগ নেতা আরশাদ আলী, রাজিউল বারী সৈকত, কৌশিক আনাম প্রমূখ।
শ্যামনগরে করোনা যোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ:
বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে করোনা ভাইরাসে আক্রান্ত/ক্ষতিগ্রস্ত ত্রিশ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ বিশেষ অনুদান এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন সাংবাদিক রনজিৎ বর্মন।
অনুষ্ঠানে ২০২০ সালে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আক্রান্ত/ক্ষতিগ্রস্ত চারজন নারী ও ছাব্বিশ জন পুরুষ সহ ত্রিশ জনকে মাথাপিছু তিন হাজার পাঁচ শত টাকা করে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ:
প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রি করা হয়।
এসময় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি শেখ নূরুল হক, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
শ্যামনগরে প্রধানমন্ত্রী কর্তৃক করোনা আক্রান্তদের আর্থিক অনুদান

শ্যামনগরে করোনা আক্রান্ত ৩০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবু জার গিফারী প্রত্যেকে সাড়ে ৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময়ে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাফিনুল ইসলামসহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কমকর্তা আ. ন.ম আবুজার গিফারী বলেন, ওই ব্যক্তিরা ইতোমধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হতে মুক্তি লাভ করেছেন।
পাটকেলঘাটায় ইউপি সদস্য প্রাথী শেখ জামসেদ আলীর সেমাই চিনি বিতরণ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটা থানার সরুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের (মোরগ প্রতীকের) ইউপি সদস্য প্রাথী শেখ জামসেদ আলী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাটকেলঘাটা, বাইগুনী, শাকদহ এলাকায় গরীব অসহায় ৫শ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেন। এ ছাড়া তিনি লকডাউনে কর্মহীন একশ মানুষের মাঝে নগদ ১৫০ টাকা প্রদান করেন। নির্বাচনের লক্ষ্যে তিনি দীর্ঘদিন এলাকার মানুষের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালায় ২১৮৬৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার তালা উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের অনুকুলে ১৫৮৬৫ টি পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ ৪৫০ টাকা করে প্রদান করবেন। এ দিকে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্যরা তালিকা প্রস্তুতের কাজ করছেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান রমজান ও করোনা আক্রান্ত পরিবারের মাঝে অগ্রধিকার ভিত্তিতে উপজেলার ১২টি ইউনিয়নে ৬ হাজার পরিবারকে ৫শত করে নগদ প্রদান করা হবে।
শ্যামনগরের দাতিনাখালি গ্রামে পানির প্লান্ট উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ:
বৃহস্পতিবার দুপুর ১ টায় এইচএমবিডি ফাউন্ডেশন এর আয়োজনে দাতিনাখালি কার্যালয়ে পানির প্লান্ট উদ্বোধন ও এলাকার ৩০০ নিম্নআয়ের পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, সোয়াবিন তেল ১লিটার, লাচ্ছা সেমাই ১কেজি, লবন ১কেজিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে এইচএমবিডি ফাউন্ডেশনের ভূমিদাতা সমাজসেবক খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানির প্লান্ট উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম.আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য ডালিম কুমার কুমারী ঘোরমী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার, ডা: ফয়সাল, এইচ এম বি ডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ এ কে এম তাইফুর রহমান, মোস্তফা যুহায়ের, ডাঃ আহমেদ যুবায়ের মাহুদী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেশবপুরে ত্রিমোহিনী ইউনিয়নে ৫শ হতদরিদ্রদের মাঝে মানবিক ঈদ সহয়তা প্রদান:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়নের ৫শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা স্বরুপ নগদ ৫০০শ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আনিছুর রহমান মানবিক ঈদ সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা ট্যাক অফিসারের প্রতিনিধি হুমায়ুন কবির, ইউপি সচিব প্রভাত কুমার সিংহসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় ৫০০ টাকা হারে পেল করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবার:
দেবহাটায় পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে ৫০০ টাকা হারে পেল করোনায় ক্ষতিগ্রস্থ ২৫০০ কর্মহীন পরিবার। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার ৫টি ইউনিয়নে ৫০০ পরিবারের হাতে জরুরী রিলিফ (জি,আর)’র নগদ অর্থ তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বৃন্দ। এসময় বিভিন্ন ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার ইমরান হোসেন, শিক্ষা অফিসার শাহজাহান আলী, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ সহ সকল ইউনিয়ন ট্যাগ অফিসার, ইউপি সচিব ও ইউপি সদস্য বৃন্দ। ইউপি সচিব গোলাম রাব্বানী, ইউপি সদস্য আকবার আলী, মোখলেছুর রহমান, আব্দুল করিম, রেহানা ইসলাম, আলফাতুন নেছা সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
The post বিভিন্নস্থানে প্রধানমন্ত্রীর অনুদান ও সুরক্ষা সামগ্রীসহ সহায়তা বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eqqqbS
No comments:
Post a Comment