Tuesday, May 4, 2021

জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় অসহায়-দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবতো সৈয়দ আমিনুর রহমান বাবু’র সৌজন্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের অন্যতম সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা যুবলীগ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।’ বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন আল আমিন, পৌর যুবলীগের সাবেক সভাপতি মাছুম মোল্লা, এসএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহেদুজ্জামান সাগর, শেখ মারুফ হাসান, সৈয়দ রাশেদুজ্জামান নাঈম, শেখ ইফতি হাসান প্রমুখ। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবতো সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে জেলার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।’

The post জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h1BKwI

No comments:

Post a Comment