Sunday, May 2, 2021

কলারোয়ার গ্রামাঞ্চলের পাকা সড়কগুলো ধানের খড়কুটোর দখলে! https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামীণ পাকা সড়ক গুলোতে দখল শুরু হয়েছে ধানের খড়কুটো, গৃহবধু আর কৃষক-কৃষাণীর।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ঘুরে দেখা গেছে, ধান কেটে ঝাড়ার পর যে খড়কুটো হয় সেগুলো পাকা রাস্তায় দিয়ে চিটা উড়ানোর কাজ করছেন গ্রামের গৃহবধূরা আর কৃষক-কৃষাণীরা। তাছাড়া বিভিন্ন স্থানে ধান ও বিচুলী পল শুকানো হচ্ছে প্রায় রাস্তাজুড়ে ও ব্রিজ-কালভার্টের উপর।
এতে করে ঘটছে বা ঘটার সম্ভাবনা তৈরী হচ্ছে দুর্ঘটনা। বিপাকে আর ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলরত মানুষ।
বাড়িতে তেমন জায়গা না থাকা, বাতাস না থাকা, ছায়া থাকা এবং রাস্তায় রোদ ও বাতাস থাকায় অনেকেই ধানের খড়কুটোর চিটা উড়ানো ও বিচুলী পল শুকানো কাজে পাকা রাস্তাকে বেছে নিচ্ছেন।
উপজেলার রায়টা গ্রামের নজরুল ইসলাম জানান, ‘আমি কলাটুপি বাজারে আসার সময় মেহমানপুর  মাঠের ভিতরের পাকা রাস্তায় ধানের খড়কুটো বিছানো ছিলো। আমার মোটরসাইকেলের চাকায় খড়কুটো পেঁচিয়ে যায়। এতে আমি মোটরসাইকেল থেকে পড়ে যায়।’
যশোর থেকে তারিফ নামের আরেক ব্যক্তি কলারোয়ায় আসার পথে অনুরূপ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান।
উপজেলার বিভিন্ন এলাকার পাকা রাস্তা, বড়ালী, হিজলদী ব্রিজসহ কার্লভার্টের উপর ওই রকম দৃশ্য চোখে পড়ছে।
এভাবে রাস্তায় খড়কুটো বিছানো থাকলে বড়ধরনের দুরঘটনা ঘটতে পারে এ বিষয়ে প্রসাসনের সু দৃষ্টি কামনা করেছেন সচেতনমহল।

The post কলারোয়ার গ্রামাঞ্চলের পাকা সড়কগুলো ধানের খড়কুটোর দখলে! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3udJEqz

No comments:

Post a Comment