শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সুফিয়া খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।
নিহতের স্বামী জানান, শুক্রবার গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন সুফিয়া। সরদার গ্যারেজ এলাকায় পৌছে রাস্তা অতিক্রমের সময় আবাদচন্ডিপুর এলাকা থেকে আসা মটরভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে। এসময় মাথার পিছনের অংশে ফেটে যাওয়ায় তাকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The post সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনভ্যানের ধাক্কায় গৃহবধুর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ttRqLM
No comments:
Post a Comment