Thursday, May 6, 2021

আধুনিকতার ছোয়ায় কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি https://ift.tt/eA8V8J

অহিদুজ্জামান খোকা: “ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে” এমনি কত গান, কবিতা, ছন্দ, আছে গ্রামের এক সময়কার ঐতিহ্যবাহী বাহন গরুর গাড়ি নিয়ে। কালের বিবর্তনে আধুনিকতার ছোয়ায় হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি। এক সময় গ্রাম বাংলার কৃষকেররা মাঠের ফসল ঘরে তোলার বাহন ছিল এটি।

গ্রামের মহিলাদের যাতায়াত করার জন্য গরুর গাড়িতে ছৈ তৈরী করে আর্ত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার একমাত্র বাহন ছিল গরুর গাড়ি।

এ ছাড়া গ্রামের সকল প্রকার পণ্য আনা নেওয়াতে ব্যবহৃত হতো ঐতিহ্যবাহী এই বাহন। সেই গুরুত্বপূর্ণ গরুর গাড়িটি আজ হারিয়ে যেতে বসেছে ব্যস্ততা আর আধুনিকতার ছোয়ায়।

The post আধুনিকতার ছোয়ায় কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h6uL5G

No comments:

Post a Comment