শ্যামনগর প্রতিনিধি: প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তাকে হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্যামনগরে মানবন্ধন হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১০টা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ছাড়াও মানববন্ধনে উপজেলা রিপোটার্স ক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, চিকিৎসক, আইনজীবী, ভুমিহীন কমিটির নেতাসহ ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালবিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে মেধাবী ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দেয়ার আহবান জানান। তারা বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতির একাধিক রিপোর্ট রোজিনা ইসলাম প্রকাশ করলেও তার কোন প্রতিবেদন মিথ্যা প্রমানিত করতে না পেরে বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হেনস্তা করা হচ্ছে। সরকারের চতুর্থ স্তম্ভ বলা হলেও আমলাদের প্রাধান্য দিতে যেয়ে সংবাদপত্র এবং সাংবাদিকতাকে দুরে ঠেলা হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তিসহ সাহসী সাংবাদিকতার জন্য তাকে পুরস্কৃত করা না হলে মানুষ সরকারের উপর আস্থা হারাবে।
একইসাথে সাংবাদিকতার কারণে ইতোমধ্যে যারা কারারুদ্ধ হয়ে আছেন সেসব সাংবাদিকদের দ্রুত মুক্তিদানসহ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের চলার পথ পরিস্কার করারও আহবান জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, মেহেদী মারুফ, প্রভাষক সামিউল মনির, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, মোকছেদ আলী, মোহাম্মদ আলী, কামরুজ্জামান সাগর, আব্দুল আলিম, আব্দুল কাদের প্রমুখ।
The post সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vipgoQ
No comments:
Post a Comment