শ্যামনগর (সদর) প্রতিনিধি; শ্যামনগর সীমান্তে কথিত দুই পেশাদার চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নিদয় বর্ডার আউটপোষ্ট (বিওপি’র) হাবিলদার খাইরুল ইসলামের নেতৃত্বে পরানপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটকতৃরা হলো, শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্যাহ তরফদার(৩৪) এবং পরানপুর গ্রামের জলিল মোড়লের ছেলে মিজানুর রহমান (২৭)।
হাবিলদার খাইরুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধভাবে বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেনু পোনা, ২টি মোটর সাইকেল, ভারতীয় সিম ও ২টি মোবাইল জব্দ করা হয়।
মালামাল সহ চোরাকারবীদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আটকতৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।
The post শ্যামনগর সীমান্তে চিংড়ি পোনাসহ দুই কথিত চোরাকারবারি আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2R0udnc
No comments:
Post a Comment